রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

পরমাণু কর্মসূচি থেকে সরবে না ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না তেহরান।

সোমবার (২১ জুলাই) সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে একথা জানান তিনি। খবর আল জাজিরার।

তিনি বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন বন্ধ রয়েছে। কারণ ইসরাইল ও আমেরিকার হামলায় পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সমৃদ্ধকরণ থেকে সরবে না ইরান। এটি ইরানের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন; তারচেয়ে বড় কথা এটি ইরানের গর্ব।’

সাক্ষাৎকারের শুরুতে আরাগচি জানান, আমেরিকার সঙ্গে আলোচনার দরজা খোলা। তবে আপাতত তারা সরাসরি আলোচনা করবে না বলে জানান তিনি।

তিনি বলেন, আমেরিকা যদি দু’পক্ষের স্বার্থই রক্ষা করতে আগ্রহী হয়, তাহলেই কেবল আলোচনা হবে।

আরাগচি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং চিরকাল শান্তিপূর্ণই থাকবে। ইরান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না জানিয়ে তিনি বলেন, এর বিনিময়ে তেহরান আশা করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচি নিয়ে সমস্যা সমাধানে আমেরিকার প্রতি আহ্বান জানান।

আরাগচি আরও বলেন, ‘আলোচনার মাধ্যমে আমাদের পারমাণবিক কর্মসূচির সমাধান হতে পারে। আমরা অতীতে একবার এটি করেছি। আমরা আবারো তা করতে প্রস্তুত।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img