বুধবার | ১৬ জুলাই | ২০২৫

বাবরি মসজিদ ভাঙার সময়কার উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী মারা গেছেন

spot_imgspot_img

প্রায় পাঁচশ’ বছরের ঐতিহাসিক মুসলিমদের বাবরি মসজিদ উগ্র হিন্দুত্ববাদী ভিএইচপি, বিজেপি এবং শিবসেনাদের হাতে শহীদ হওয়ার সময় ভারতের উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপি নেতা কল্যাণ সিং (৮৯) মারা গেছেন।

শনিবার (২১ আগস্ট) লাখনৌয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, দীর্ঘ দিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন হিন্দুত্ববাদী এই নেতা। দিল্লির সঞ্জয় গান্ধী হাসপাতালে গত জুলাই মাস থেকে ভর্তি ছিলেন কল্যাণ সিং।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ-এর তথ্যমতে, বাবরি মসজিদ ভাঙার সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হন ১৯৯৭ সালে। ১৯৯৯ সালে বিজেপি তাকে সরিয়ে দিলে বিজেপি ছেড়ে তিনি নিজের একটি দল তৈরি করেন। ২০০৪ সালে তিনি আবার বিজেপিতে যোগ দেন। ২০০৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে আবার বিজেপি ছাড়েন। ২০১৪ সালে আবারও বিজেপিতে যোগ দেন। পরে রাজস্থানের রাজ্যপাল হন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img