শনিবার | ১২ জুলাই | ২০২৫

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক ২

spot_imgspot_img

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২১ আগস্ট) রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৯নং ব্রিজের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর মৃত জব্বার মোল্লার ছেলে আলতাফ মোল্লা (৪০) ও একই আব্দুস সোবহান মন্ডলের ছেলে জয়নাল (৩৬)।

র‌্যাব-১২ এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা মহাসড়কের ৯নং ব্রিজের উপর অভিযান চালায়। এ সময় এক হাজার সত্তর গ্রাম হেরোইনসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ৮(গ)/৪১ ধারায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img