সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইলী দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করল সৌদি আরব

গাজ্জা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সৌদি আরব।

তিনি বলেন, আমরা অবিলম্বে গাজ্জায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নিরাপদ পথ খোলার আহ্বান জানাই। ফিলিস্তিনের অধিকার রক্ষায় সব সময়ই তাদের পাশে আছে সৌদি আরব।

শনিবার (২২ অক্টোবর) মিশরের কায়রোতে অনুষ্ঠিত এক সম্মেলনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ কথা বলেন।

ফয়সাল বিন ফারহান বলেন, গাজ্জায় যা হচ্ছে তা সত্যিই হৃদয় বিদারক। যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য দ্রুত পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তিনি গাজায় সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বন্ধের কথা বলেন।

সম্মেলনে তিনি উভয় পক্ষকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img