উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে আমেরিকা। এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন।
শনিবার (২১ অক্টোবর) রাতে মার্কিন প্রতিরক্ষা সচিব এল লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, “মধ্যপ্রাচ্যের বিভিন্ন অবস্থানে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটালিয়ন সক্রিয় করা হয়েছে।”
আমেরিকার থাড নামের বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজেই এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়। এই ব্যবস্থাটির মাধ্যমে ২০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেকোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়। এর সফলতার হারও প্রায় শতভাগ বলে দাবি করে থাকেন মার্কিন কর্মকর্তারা।
লয়েড অস্টিন আরো বলেন, ইরান ও তার ছায়া-বাহিনীর উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়ায় এ অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
এছাড়াও ইসরাইলের প্রতিরক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যেও এটি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, শনিবার গাজ্জা উপত্যকায় বিমান হামলা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের মতে এটি স্থল অভিযান চালানোর জন্য সুবিধা বয়ে আনবে।
অন্যদিকে, গাজ্জায় ভয়াবহ মানবিক সংকটের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলো। এছাড়াও সেখানকার প্রায় চল্লিশ শতাংশ বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছে জাতিসংঘ।
সূত্র: আল জাজিরা











