রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইরাকে রকেট হামলায় ৮ মার্কিন সেনা আহত

ইরাকের আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে রকেট হামলায় আমেরিকার বেশ কয়েকজন সেনা আহত হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। রোববার রাতে এই হামলা হয় এবং এতে আমেরিকার আট সেনা আহত হয়েছে। এর পাশাপাশি ঘাঁটির বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর ওই এলাকায় একটি এসি-১৩০ বিমান ওড়ানো হয়। অভিযানে একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর ধারণা- ওই গাড়ি থেকে ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।

এ ঘটনায় আজ বুধবার সকালেও ইরাকের দুটি স্থাপনায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ