বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

করোনা টিকা নিয়ে এখন পর্যন্ত ৬৩০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া: স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসের টিকা নিয়ে এখন পর্যন্ত দেশে ৬৩০ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট টিকা নিয়েছেন এক লাখ ৮২ হাজার ৮৯৬ জন। সব মিলিয়ে টিকা নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। তাদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে ৬৩০ জনের।

এছাড়া এ পর্যন্ত করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৩৬ লাখ ৯১ হাজার ২৩৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় টিকা নেওয়া এক লাখ ৮২ হাজার ৮৯৬ জনের মধ্যে পুরুষ এক লাখ ১৫ হাজার ৩১৮ জন এবং নারী ৬৭ হাজার ৫৭৮ জন।

বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৬২ হাজার ২৩৯ জন। ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭০৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৬৫১ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ৭৬৫ জন,

খুলনা বিভাগে ২২ হাজার ৮১৬ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৪৪৩ জন ও সিলেট বিভাগে ৯ হাজার ৮৬ জন রয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img