মঙ্গলবার, মে ২০, ২০২৫

আমেরিকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত; নিহত ৫

spot_imgspot_img

আমেরিকায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। “সিটিইএইচ” নামে স্থানীয় একটি পরিবেশগত পরামর্শক সংস্থার পাঁচ কর্মী প্রাণ হারিয়েছেন। বিমানটি উড্ডয়নের পরপরই এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় আরকানসাসের রাজধানী শহর লিটল রকের একটি শিল্প এলাকার বাইরে বিমানটি বিধ্বস্ত হয়।

পুলাস্কি কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র লেফটেন্যান্ট কোডি বার্ক এপিকে জানিয়েছেন, দুই ইঞ্জিনের ওই বিমানটি বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে কয়েক মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটিতে পাঁচ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বিমানটি বজ্রঝড়ের কবলে পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন আশপাশের বাসিন্দারা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img