সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

পশ্চিম তীরের নাবলুসে ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব

গত বুধবার (২২ ফেব্রুয়ারি) দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযানের নামে হত্যাকাণ্ড চালায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। এসময় ৩ ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

এদিকে ইসরাইলী বাহিনী কর্তৃক চালানো হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এছাড়াও ফিলিস্তিন সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও প্রকাশ করেছে সৌদি সরকার।

এছাড়াও বিবৃতিতে, ইসরাইলী বাহিনীর দ্বারা পরিচালিত এ নারকীয় হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে দখলদারিত্বের অবসান, বর্ধিতকরণ ও ইসরাইলী আগ্রাসন বন্ধ করা ও বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানান হয়েছে।

উল্লেখ্য; গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে দখলদার ইসরাইলের সামরিক বাহিনী তথাকথিত অভিযানের নামে ৩ জনকে হত্যা করে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি বাড়িকে ধ্বংসস্তূপে পরিণত করে। এরপর এলাকাজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ইসরাইল বাহিনী নির্বিচারে গুলি করে ১০ জন ফিলিস্তিনিকে শহীদ ও শতাধিক আহত করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আহতদের মধ্য থেকে ছয় জনের অবস্থা বেশ গুরুতর। এছাড়াও ২০২৩ সালের প্রথম দুই মাসে ইসরাইলী বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে যার মধ্যে ১২ জন শিশু রয়েছে।

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img