মঙ্গলবার, মে ২০, ২০২৫

বাংলাদেশের অস্তিত্বের সংকট চলছে : মির্জা ফখরুল

spot_imgspot_img

বাংলাদেশের অস্তিত্বের সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্বের সংকট চলছে। ১৪ বছর ধরে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, প্রতিনিয়ত গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করেছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। জনগণ নির্বাচন ব্যবস্থা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক হয়। ওই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বলেন।

বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল এবং নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চার বছর ধরে প্রথমে কারাগারে পরে গৃহবন্দী করে রাখা হয়েছে। ভিন্নমত দমনে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করছে এ সরকার। তেল, গ্যাস, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলছে। সরকারের দুর্নীতির কারণে এসব হচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img