বুধবার, মার্চ ১২, ২০২৫

ধর্ম অবমাননাকারী রাখাল রাহার বিচার নিশ্চিত করতে হবে : তরুণ আলেম প্রজন্ম

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা উরফে সাজ্জাদুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ, রাসূর সা. ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় তার অপসারণ পূর্বক দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানিয়েছে তরুণ আলেম প্রজন্ম’২৪।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার কতৃক গঠিত পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত তাহাজ্জুদের নামাজ নিয়ে অশ্রাব্য ভাষায় চরম অবমাননাকর কটুক্তি করেছে। যা এদেশের মানুষের ধর্মীয় অনূভুতিতে চরমভাবে আঘাত করেছে।

উদ্ভুত পরিস্থিতিতে ধৈর্যধারণ করে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলার প্রতি সযত্ন দৃষ্টি রেখে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার জন্য ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

ভবিষ্যতে রাষ্ট্র ও জাতীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ায় কোনো ব্যক্তিকে যুক্ত করার বিষয়ে সরকারকে আরো যত্নবান হাওয়ার তাগিদ দেন তারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img