দারুল উলুম হাটহাজারী মাদরাসায় অবস্থিত দেশের বৃহৎ তাকমীল (দাওরায়ে হাদীস) পরীক্ষার হল পরিদর্শন করেছেন হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও বেফাকের সহসভাপতি আল্লামা মুহাম্মাদ ইয়াহিয়াহ, জামিয়া ইউনুসিয়ার মুহতামিম ও মাওলানা মোবারক উল্লাহ, বেফাকের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, বেফাকের জোন জিম্মাদার মাওলানা নাসিরউদ্দীন কাসেমী ও বেফাকের পরিদর্শক মাওলানা আব্দুল ওয়াহাব।
এসময় হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহিয়াহ গাইড নির্ভর প্রশপত্র তৈরি না করায় হাইয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
হল ব্যবস্থাপনা দেখে সান্তোস প্রকাশ করেন হাইয়ার কো-চেয়ারম্যান আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
এর আগে জামিয়ার মাকবারায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ., আল্লামা জুনাইদ বাবুনগরী রহ., মুফতী আব্দুস সালাম চাটগামী রহ., আল্লামা নুরুল ইসলাম জেহাদী রহ.-এর করব জিয়ারত করেন আল্লামা সাজিদুর রহমান।









