শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

হুথিদের হামলা থেকে মার্কিন বাহিনীকে রুখে দিল সৌদি আরব

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের আক্রমণের জন্য নিজেদের স্থল ও আকাশপথ ব্যাবহার করা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাঁধা দিয়েছে সৌদি আরব।

মার্কিন অফিসিয়াল কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ এরাবিয়া জানিয়েছে, “হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য সৌদি আরবের ভূখণ্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি সীমাবদ্ধ করা হয়েছে। বিমানঘাঁটিতে থাকা আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা থেকে বাধা প্রদান করা হয়েছে মার্কিন বাহিনীকে। এক্ষেত্রে কয়েকটি যুদ্ধবিমানকে শুধুমাত্র জ্বালানি নেওয়ার অনুমতি দিয়েছে রিয়াদ।”

যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেনি সৌদি আরব।

অন্যদিকে, ভারত মহাসাগরে অবস্থিত ইয়েমেনের সোকাত্রা দ্বীপ থেকে মিসাইল হামলা জোরদার করা হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, লোহিত সাগরে হুথিদের দমনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইতিমধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তবে এই বাহিনীতে যোগদান করতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img