রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

পাকিস্তানের সংখ্যালঘুরা সমান অধিকার ও পূর্ণ স্বাধীনতা ভোগ করছে: পাক ধর্মমন্ত্রী

পাকিস্তানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সংখ্যালঘুরা সমান অধিকার ও পূর্ণ স্বাধীনতা ভোগ করছে বলে জানিয়েছেন দেশটির ধর্মমন্ত্রী সরদার মুহাম্মাদ ইউসুফ।

মঙ্গলবার (২২ এপ্রিল) ইসলামাবাদে ধর্ম ও আন্তধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হোলি উৎসবে যোগদানের পর এই মন্তব্য করেন তিনি।

ইউসুফ বলেন, পাকিস্তান একটি শান্তিপূর্ণ দেশ ও এর সকল নাগরিক সংবিধানে সন্নিবেশিত সকল সুযোগ-সুবিধা উপভোগ করছে।

দেশের উন্নয়নে সংখ্যালঘুদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, সিনেট, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদে সংখ্যালঘুদের সুস্পষ্ট প্রতিনিধিত্ব রয়েছে।

তিনি আরো জানান, সংখ্যালঘুদের কল্যাণ ও তাদের উপাসনালয় গুলো রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল বরাদ্দ করে সরকার। শুধু তাই নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য চাকরিতে পাঁচ শতাংশ কোটাও সংরক্ষিত রয়েছে।

গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার নিন্দা জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে পাকিস্তান সর্বদা তার কণ্ঠস্বর উত্থাপন করেছে।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম ও আন্তধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেসু মাল খিয়াল দাস। তিনি বলেন, সংখ্যালঘুরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সূত্র: রেডিও পাকিস্তান

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img