বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ইরানে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে ইসরাইলের হামলা, নিহত ৩

ইরানের মধ্যাঞ্চলে রোগী বহনকারী এক অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

ইরানের সংবাদ সংস্থা ইসনা এ খবর জানিয়েছে।

নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকির বরাতে ইসনা বলেছে, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি অনেকটাই ভেঙেচুরে গেছে।

ফেসহারাকি আরও বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা স্বজন নিহত হয়েছেন। ড্রোন হামলার পর অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img