শুক্রবার, মে ৯, ২০২৫

ইসরাইলি কারাগারে ইলেক্ট্রিক শক দিয়ে ও পিটিয়ে ফিলিস্তিনিকে হত্যা

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি কারাগারে ইলেকট্রিক শক দিয়ে এবং পিটিয়ে আবদু আল-খাতিব (৪৩) নামে এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বৃহস্পতিবার অবৈধ রাষ্ট্র ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে ওই ফিলিস্তিনিতে হত্যার অভিযোগ করেছেন।

পূর্ব জেরুজালেমের আল-মোসকোবিয়েহ ইসরাইলি বন্দিশিবিরে জিজ্ঞাসাবাদের নামে আবদু আল-খাতিবকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, অন্য বন্দিদের সামনে তাকে ইলেক্ট্রিক শক দিয়ে এবং পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ কর্মকর্তারা।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি নামে একটি এনজিওর মুখপাত্র আমানি শারাহনেহ জানান, নিহতের দেহে ইলেক্ট্রিক শক এবং পিটিয়ে জখম করার স্পষ্ট চিহ্ন আছে।

তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশাপাশি তাদের এনজিও-ও ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেছে।

ট্রাফিক সিগনাল অমান্য করার অভিযোগে পূর্ব জেরুজালেমের সুফাট শরণার্থী ক্যাম্প থেকে চার বছরের এক শিশুর জনক আবদু আল-খাতিবকে আটক করে ইসরাইলি পুলিশ।

অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিভিন্ন কারাগারে এ ধরনের ঠুনকো অভিযোগে বর্তমানে কমপক্ষে ৪ হাজার ৮৫০ জন ফিলিস্তিনিকে বন্দি রাখা হয়েছে। এদের মধ্যে ৪১ জন নারী এবং ২২৫টি শিশুও রয়েছে।

সূত্র : আনাদোলু

সর্বশেষ

spot_img
spot_img
spot_img