রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

ইসরাইলের সাথে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত: পেজেশকিয়ান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে ইরানের যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী নন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, দখরদার ইসরাইলের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের জন্য ইরান প্রস্তুত। পাশাপাশি তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও নিশ্চিত করেছন ইরানি প্রেসিডেন্ট।

আজ বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন।

আল জাজিরাকে তিনি বলেন, ‘আমরা ইসরাইলের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী ইসরাইলের গভীরে আঘাত হানতেও প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধবিরতির ওপর নির্ভর করছি না। আমরা এটি সম্পর্কে খুব একটা আশাবাদী নই। এজন্যই আমরা যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রেখেছি। ইসরাইল আমাদের ওপর শক্তিশালী আঘাত করেছে, আমরাও তাদের গভীরে গিয়ে প্রচণ্ড আঘাত করেছি। কিন্তু তারা তাদের ক্ষতি গোপন করছে।’

ইরানি প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব ধ্বংস করে দেওয়া। কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

গত মাসে ১২ দিনের যুদ্ধে ইরানেও ওপর ইসরাইলের আগ্রাসী হামলায় ৯০০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকেই ছিলেন বেসামরিক নাগরিক। অপরদিকে, ইসরাইলে নিহত হয় ২৮ জন। পরে আমেরিকার মধ্যস্থতায় ২৪ জুন দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img