রবিবার, মে ১১, ২০২৫

নেতানিয়াহু বিরোধী সংঘর্ষে আহত পুলিশ; আটক ৭ ইসরাইলি

spot_imgspot_img

ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জেরুসালেমে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তারা নেতানিয়াহুর ঘুষ ও দুর্নীতির প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ থেকে দুর্নীতিবাজ নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা হয়।

জেরুসালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে মিছিল করেন। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজন বিক্ষোভকারীর সংঘর্ষ হয় এবং অন্তত সাত বিক্ষোভকারীকে ইসরাইলী পুলিশ আটক করে। সংঘর্ষে একজন পুলিশ অফিসার আহত হন।

গ্রীষ্মকালের মাসগুলোতে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন জোরদার হয়েছে এবং করোনা ভাইরাস
এর দোহাই দিয়ে নেতানিয়াহু দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করছেন।

শুধু তাই নয়, অনেক বিশেষজ্ঞ বলছেন, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের যে চুক্তি হয়েছে তারও আসল উদ্দেশ্য হচ্ছে- নেতানিয়াহুর দুর্নীতির মামলা থেকে ইসরাইলি জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img