শনিবার | ১২ জুলাই | ২০২৫

আমরা পরাশক্তিগুলোকে পরাজিত করেছি; আফগানদের নিরাপত্তাও দিতে পারব: তালেবান

spot_imgspot_img

পরাশক্তি আমেরিকা ও তার মিত্রদের পরাজিত করেছে, তাই আফগানদের নিরাপত্তাও দিতে পারবে বলে জনগণকে আশ্বস্ত করেছেন কাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ স্থানীয় তালেবান নেতা খলিল উর-রহমান।

তিনি বলেন, তালেবান দেশের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। আমরা পরাশক্তিগুলোকে পরাজিত করেছি। তাই নিশ্চিতভাবেই আমরা আফগান জনগণকে নিরাপত্তাও দিতে পারব।

রোববার (২২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাথে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

জনগনের উদ্দেশ্যে তালেবান নেতা খলিল উর-রহমান বলেন, ইসলামি আমিরাতে সকল আফগানের স্বস্তি অনুভব করা উচিত। তাছাড়া দেশের ৩৪টি প্রদেশেই সাধারণ ক্ষমা মঞ্জুর করা হয়েছে।

গত ১৫ আগস্ট বিনা রক্তপাতে কাবুল জয়ের মাধ্যমে পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। শাসন ক্ষমতা নিয়ন্ত্রণের পরপরই মার্কিন মদদপুষ্ট সাবেক আশরাফ গনি সরকারের কর্মকর্তাদেরসহ পুরো আফগান জনগণ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংগঠনটি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img