শনিবার | ১২ জুলাই | ২০২৫

আশরাফ গনির সন্তানদের আমেরিকায় বিলাসবহুল জীবন

spot_imgspot_img

দীর্ঘ ২০ বছর পর পুনরায় কাবুল জয়ের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সংগঠনটির কাবুল জয়ের দিন মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালানোর সময় চার গাড়ি ভর্তি নগদ অর্থ সাথে নিয়েছিলেন। সেদিন কাবুল থেকে পালিয়ে প্রথমে তাজাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সেখানে আশ্রয় না পেয়ে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছান। সেখানেও আশ্রয় না পেয়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন গনি।

এদিকে আমেরিকায় তার দুই সন্তানই বিলাসবহুল জীবনযাপন করেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় আশরাফ গনির ছেলে ও মেয়ে আলাদা বাড়িতে থাকেন। তার মেয়ে মরিয়ম ব্রুকলিনের একটি বিলাসবহুল বাড়িতে বাস করেন।

অন্যদিকে তার ছেলে তারিক গনি ওয়াশিংটন ডিসিতে স্ত্রীর সাথে আরেকটি বিলাসবহুল বাড়িতে বাস করেন।
তারিক গনি সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক।

এ ব্যাপারে আশরাফ গনির সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img