বুধবার | ১৬ জুলাই | ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত: ভিসি

spot_imgspot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ সোমবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ভিসি আখতারুজ্জামান বলেন, আগামীকাল প্রভোস্ট কমিটির সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে। হলসমূহের প্রভোস্টদের সঙ্গে আলোচনা করা হবে। হলগুলোর সার্বিক অবস্থা কী তা জানতে হবে। সেই আলোকে বিশ্ববিদ্যালয় খোলার কথা চিন্তা করা হবে।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে প্রস্তুতি কতটুকু এবং শিক্ষার্থীদের হলে ওঠানোর ব্যাপারে প্রক্রিয়া কী হবে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল মিটিংয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img