সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

ঐতিহ্যবাহী পোশাক পরে সৌদির জাতীয় দিবস উদযাপন করলেন রোনালদো

প্রতি বছরের ২৩ সেপ্টেম্বর জাতীয় দিবস উদযাপন করে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ও তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। তবে এবার দেশটির জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এসময় তাকে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়।

সৌদি আরবের ফুটবল ক্লাব “আল নাসর” থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এমনই দেখা গিয়েছে।

পোস্ট করা দুই মিনিটের ভিডিওটিতে দেখা যায়, ক্লাব দ্বারা ঘোষণা করা এই ছুটির দিনটিতে রোনালদো, সেনেগালের ফুটবলার সাদিও মানে এবং আল নাসর ক্লাবের অন্যান্য ফুটবলাররা হাতে তলোয়ার নিয়ে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছে।

২০২২ সালে সৌদি ক্লাবে যোগদানের পর থেকে দেশটির ছুটিতে নিয়মিত অংশগ্রহণ করেন তিনি।

উল্লেখ্য; ২৩ সেপ্টেম্বর ৯৩তম জাতীয় দিবস উদযাপন করছে সৌদি জনগণ। যেখানে সামরিক কুচকাওয়াজ, অস্ত্র প্রদর্শনী, মোটরসাইকেল প্যারেডের পাশাপাশি বিভিন্ন আয়োজন করা হবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img