বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

‘ফিলিস্তিনি গণমাধ্যমের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদ চালাচ্ছে ইসরাইল’

গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা দি জার্নালিস্ট সাপোর্ট কমিটি বা জেএসসি নামক একটি বেসরকারি সংস্থা বলেছে, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি গণমাধ্যমের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদ চালাচ্ছে। এর আওতায় ফিলিস্তিনের এক ডজনের বেশি সাংবাদিককে ইসরাইলের কারাগারে কঠিন অবস্থার মধ্যে আটক রাখা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের এই ভূমিকা আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। ইসরাইলের এই ভূমিকাকে ফিলিস্তিনি গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা বলে।

সংস্থাটি বলেছে, আটক ১৭ জন ফিলিস্তিনি সাংবাদিকদের মধ্যে সাতজনকে এরই মধ্যে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, পাঁচজন সাংবাদিককে কথিত প্রশাসনিক আটকাদেশের আওতায় কারারুদ্ধ করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় ইহুদিবাদী ইসরাইল যেকোনো ফিলিস্তিনি নাগরিককে বিনাবিচারে এবং বিনা অভিযোগে অনির্দিষ্টকালের জন্য আটক রাখে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img