বুধবার, মার্চ ২৬, ২০২৫

বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণের মাধ্যমে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছে আরএসএস: রাহুল গান্ধী

ভারতে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে ভারতীয় ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) বলে মন্তব্য করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সদস্য ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।

তিনি বলেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ইতোমধ্যে ভারতের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যদি তারা পুরোপুরি শিক্ষা ব্যবস্থার উপর কর্তৃত্ব স্থাপন করতে সফল হয়, তাহলে ভারতের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। বৃদ্ধি পাবে বেকারত্ব ও প্রবল হবে অর্থনৈতিক সংকট।

সোমবার (১৮ মার্চ) রাজধানী নয়াদিল্লির জনতার মন্তরে এক ছাত্র সংগঠনের প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রাহুল গান্ধী বলেন, একটি সংগঠন আমাদের দেশের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। সেই সংগঠনটির নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। যদি শিক্ষা ব্যবস্থা তাদের হাতে চলে যায়, তাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। কেউ চাকরি পাবে না, দেশ শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, আসন্ন সময়ে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়োগ আরএসএসের সুপারিশে করা হবে। আমাদের এটি থামাতে হবে।

সূত্র: দি অবসারভার পোস্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img