দিল্লির যে কোনো অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ইসলামাবাদ বলে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।
তিনি বলেন, শত্রুতাপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতের স্বভাবগত আচরণ ভালোভাবেই জানা রয়েছে পাকিস্তানের। এজন্য সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে ইসলামাবাদ।
বুধবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
খাজা আসিফ বলেন, আমরা ভারতের দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাব একইভাবে দেব, যেমনটি অভিনন্দন পর্বে দিয়েছিলাম। যদি ভারত কোনো ধরনের দুঃসাহস করে, আমরা উপযুক্ত জবাব দেব।
তিনি আরো বলেন, ভারত দীর্ঘদিন ধরেই সিন্ধু পানিচুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিন্ধু পানিচুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি। যার মধ্যস্থতায় ছিল বিশ্ব ব্যাংক। এই চুক্তি একতরফাভাবে ভঙ্গ করার অধিকার ভারতের নেই।
পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, জাতীয় পরিচয়ের বিষয় এলে পুরো পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং বিমান বাহিনী ও সশস্ত্র বাহিনীর পাকিস্তানের প্রতিরক্ষা বজায় রাখার পূর্ণ সক্ষমতা রয়েছে।
সূত্র: এআরওয়াই নিউজ