শনিবার, মে ১৭, ২০২৫

বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৭৮৬ জন গ্রেফতার

spot_imgspot_img

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৪ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করায় ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করেন। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৪৪১ গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে।

এর আগে করোনাভাইরাস নিয়ন্ত্রণে শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দিনেই রাজধানীতে চারশোর অধিক মানুষকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজন ছাড়া বের হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার (২৩ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনকে এক লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, একই সময়ে ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪১টি গাড়িকে মোট ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img