মিষ্টি ও বাদামের মধ্যে লুকিয়ে মাদকদ্রব্য বহনের জন্য ২ জন ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে সৌদি আরবের বিমান বন্দর কর্তৃপক্ষ।
এ দুইজন ব্যক্তির মধ্যে একজন সিরিয়ার নাগরিক এবং অন্যজন সৌদি আরবের। তারা উভয়েই ওমান থেকে সৌদি আরবে যাত্রা করছিল। এসময় তাদের সাথে থাকা প্রায় ৬০ লক্ষেরও বেশি মাদকদ্রব্য ট্যাবলেট জব্দ করা হয়।
সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওমান পুলিশের সহায়তায় রিয়াদ বিমানবন্দরে এ অভিযানটি পরিচালনা করা হয়েছে। যেখানে মিষ্টি ও বাদামের মধ্যে লুকিয়ে রাখা ৬০ লক্ষেরও বেশি ক্যাপ্টাগন ট্যাবলেট জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, সম্প্রতি মাদকদ্রব্য বহনের জন্য কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেখান থেকে ব্যাপক পরিমাণে মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়াও সৌদি আরবে অপরাধমূলক বিষয় হিসেবে মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর