মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

পাবনায় পলাতক আ.লীগ নেতার বাড়ি থেকে ৯৫টি ধারালো বর্শা উদ্ধার

spot_imgspot_img

পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক হেলাল তালুকদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ স্টিলের তৈরি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের খবর পেয়ে বাড়ির মালিক হেলাল তালুকদার পালিয়ে যায়।

সোমবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার ইউনিয়নের রতনপুর গ্রামের ওই বাড়ি থেকে ধারালো বর্শা জাতীয় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুতের গোপন সংবাদে সোমবার দুপুরে ডেমরা বাজারে টহলরত এসআই রফিকের নেতৃত্বে পুলিশ রতনপুর গ্রামের হেলাল তালুকদারের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি আঁচ করে হেলাল তালুকদার তাৎক্ষণিক নৌকাযোগে পালিয়ে যায়। বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫টি ধারালো বর্শা জাতীয় স্টিলের ফলা উদ্ধার করা হয়। অস্ত্রগুলো লোহা দিয়ে বানানো এবং প্রতিটিই লম্বায় ৫ ফুট ও ফলার দুই পাশে বিশেষ কলার লাগানো রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অস্ত্র সাধারণত ডাকাতি কিংবা দাঙ্গা-হাঙ্গামায় ব্যবহার হয়। ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যেই এগুলো হেলাল তালুকদার মজুত করেছিলেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। বিস্তারিত জানতে পুলিশ তদন্তে নেমেছে। এ ঘটনায় ফরিদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img