কাশ্মীরে পুলিশের গুলিতে পাঁচ স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বারামুল্লা জেলার সোপোরে ও গতকাল শ্রীনগরে পুলিশের পৃথক হামলায় তারা মৃত্যুবরণ করেন।
জানা গেছে, সোমবার রাতে সোপোর এলাকার পেঠসিরে স্বাধীনতাকামীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় পুলিশ। পরে আজ সকালে স্বাধীনতাকামী যোদ্ধারাও পাল্টা জবাব দেয়। এরপরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়। এছাড়া গতকাল সোমবার শ্রীনগর শহরের আলোচিবাগ এলাকায় পুলিশের হামলায় আরও দুই স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছে।
এদিকে সোপোরে মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ করা হয়েছে এবং বাডগাম ও বারমুল্লার মধ্যে ট্রেন পরিসেবাও স্থগিত করে রেখেছে পুলিশ।
সূত্র : পার্সটুডে