বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

পিরোজপুরে ইয়াবা-গাঁজাসহ কারারক্ষীকে আটক করল পুলিশ

spot_imgspot_img

পিরোজপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বরগুনা জেলা কারাগারের এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুই শ পিস ইয়াবা ও ছয় শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে পিরোজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

আটক কারারক্ষী জাহিদুল ইসলাম (৪৩) উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের নূরুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুহাম্মাদ দেলোয়ার হোসেন জানান, জাহিদুলের বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠিতে তিনটি মাদক মামলা রয়েছে। সেসব মামলায় তিনি জামিনে আছেন। আজ আবারও তাকে মাদকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কাউখালী থানায় আরও একটি মামলা দায়ের করবে।

জানা গেছে, বরিশালে মাদক মামলায় হাজিরা দেওয়ার জন্যে গত ২০ আগস্ট বরগুনা জেলা কারাগার থেকে এক সপ্তাহের ছুটি নেন জাহিদুল।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img