বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

কাশ্মীরে স্বাধীনতাকামীদের গুলিতে পুলিশ কর্মকর্তাসহ ২ জন নিহত

কাশ্মীরের শ্রীনগর এবং অনন্তনাগে স্বাধীনতাকামী যোদ্ধাদের দু’টি পৃথক গেরিলা হামলায় ভারত নিয়ন্ত্রিত উপত্যকাটির পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় পুলিশ সদস্যদের ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে উপত্যকাটির স্বাধীনতাকামী যোদ্ধারা। এতে মুহাম্মাদ আশরাফ নামে পুলিশের এক উপ-পরিদর্শক গুরুতর আহত হন। সন্ধ্যায় এ ধরণের ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ভারতের অন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছায়। তারা গোটা এলাকা দখলে নেয়। স্বাধীনতাকামীদের ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, ওই ঘটনায় আহত কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে যেখানে তিনি মারা যান।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img