শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করল ইসরাইল

গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। এর মাধ্যমে এই প্রথম হামাসের সাবেক শীর্ষ নেতাকে হত্যার দায় স্বীকার করল তারা।

সোমবার (২৩ ডিসেম্বর) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরাইল কাৎজ এ দায় স্বীকার করেন।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথি বিদ্রোহীরা। আমি আমার বক্তব্যের শুরুতেই তাদের পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমরা ইতোমধ্যে হামাসকে পরাজিত করেছি, হিজবুল্লাহকে পরাজিত করেছি, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমূহ ক্ষয়ক্ষতি করেছি, তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করেছি এখন বাকি আছে কেবল হুথি বিদ্রোহীরা। যেভাবে আমরা আমাদের অন্যান্য শত্রুদের দমন করেছি, হুথি বিদ্রোহীদের ক্ষেত্রেও সেই একই পরিণতি ঘটবে।

আমরা হুথিদের কৌশলগত সব অবকাঠামো ধ্বংস করব, আর অতীতে যেভাবে আমরা তাদের নেতাদের খতম করেছি, তেহরানে হানিয়া, গাজ্জায় সিনওয়ার এবং লেবাননে নাসরাল্লাহর সঙ্গে আমরা যা করেছি, সানা এবং হুথি বিদ্রোহীদের সঙ্গেও আমরা তা-ই করব।

সূত্র : রয়টার্স

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img