রাজধানীর উত্তরায় অবস্থিত জামিয়াতুন নূর আল কাসেমিয়া মাদরাসার বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায়, উত্তরা ১২ নং সেক্টর বায়তুন নূর জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষাপরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাজমুল হাসান কাসেমী প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আজকের মনোমুগ্ধকর এই অনুষ্ঠান জামিয়ার শিক্ষার্থীদের প্রথম অবদান। এজন্য আমি জামিয়ার সকল আসাতিজায়ে কেরাম ও শিক্ষার্থীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি বলেন, আমি আশা করি তোমরা আজকে যে সাবলীল ভাষায় বক্তব্য দিয়েছ এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে। তোমরাই আগামীদিনে দেশ ও জাতির ঈমান, ইসলাম সংরক্ষণে যুগশ্রেষ্ঠ বক্তা হবে। তোমাদের কন্ঠগুলোই আগামীদিনে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম বলেন, জামিয়াতুন নূর আল কাসেমিয়াই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান প্রথম বছরেই ইবতেদায়ী থেকে দাওরায়ে হাদীস ও তাখাসসুসাতের আরো তিনটি জামাত খোলা হয়েছে এবং প্রতিটি জামাতেই উল্লেখযোগ্য ছাত্র ভর্তি হয়েছে। জামিয়ার এই সফলতা একমাত্র আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর মোবারক নামের বদৌলতে।
অনুষ্ঠানে জামিয়ার সকল শিক্ষক-শিক্ষার্থী, বায়তুন নূর জামে মসজিদের মুসল্লিরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। চারটি অধিবেশনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আরবি, বাংলা ও ইংরেজি সর্বমোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রথম অধিবেশন আরবিঃ এ পর্বে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা শিব্বির আহমদ আজহারী, সহকারী ছিলেন- মাওলানা যুবায়ের মাহবুব আজহারী ও মাওলানা আশেক মাহমুদ। এ পর্বে উত্তীর্ণরা যথাক্রমে- মাহমুদ হুযাইফা, নাজমুস সাকিব ও সাইফুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশন বাংলাঃ এ পর্বে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা ইসহাক কামাল, সহকারী ছিলেন- মাওলানা শিব্বির আহমদ কাসেমী ও মাওলানা মুস্তাফিজুর রহমান। এ পর্বে উত্তীর্ণরা যথাক্রমে- মুহাম্মদ নূর হোসাইন, আব্দুর রহমান ও রাহেবুল ইসলাম।
তৃতীয় অধিবেশন ইংরেজিঃ এ পর্বে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন জনাব নূরুল ইসলাম, সহকারী ছিলেন – মাওলানা শামছুর রহমান কাসেমী। এ পর্বে ৩ জন প্রতিযোগীর মাঝে একজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার লাভ করেন- আরিফুল ইসলাম।
এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সম্মাননা ক্রেস্ট এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। জামিয়ার আরবি সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার আরবি সাহিত্য বিভাগের জিম্মাদার মাওলানা সা’দ কাসেমী।









