বুধবার, মার্চ ২৬, ২০২৫

বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী

চরম বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিলটি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে বিপদে ফেলতে প্রস্তাবিত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তার মতে, প্রস্তাবিত এই বিলকে ঘিরে ভারতে চরম আকারে পৌঁছাতে পারে উত্তেজনা।

সোমবার (২৫ মার্চ) এনডিটিভি’-র এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, “যেহেতু ধর্মীয় কর্মকাণ্ড সব ধর্মের সঙ্গে সম্পর্কিত, মুসলিমরা এগুলো ওয়াকফের মাধ্যমে পরিচালনা করে, তাই একটি নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করা হলে উত্তেজনা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক।”

ওমর আবদুল্লাহর এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল স্কিম বোর্ড ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন ঘোষণা করেছে। এর অংশ হিসেবে, প্রথম পর্যায়ে ২৬ মার্চ পাটনা এবং ২৯ মার্চ বিজয়ওয়াড়ায় বড় আকারে ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে লোকসভায় একটি প্রতিবেদন জমা দিয়েছে পার্লামেন্ট যৌথ কমিটি। ৬৫৫ পৃষ্ঠার এই প্রতিবেদনে বিলের বিভিন্ন দিক ও সংশোধনীগুলোর বিশদ আলোচনা রয়েছে।

বিজেপি নেতৃত্বাধীন সদস্যরা ১৫-১১ ভোটে প্রতিবেদনটি অনুমোদন করলেও, বিরোধী নেতারা এর তীব্র বিরোধিতা করেছেন এবং নিজেদের মতপার্থক্য নিয়ে আলাদা নোট জমা দিয়েছেন। তারা জানিয়েছেন, প্রস্তাবিত সংশোধনীগুলির মাধ্যমে ওয়াকফ বোর্ডগুলোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ই আগস্ট ভারতীয় লোকসভায় বিলটি প্রথম উত্থাপন করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। চলমান বাজেট অধিবেশনে বিলটির পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: দি অবসারভার পোস্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img