শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

কাশ্মীরের পেহেলগাম হামলাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দেশ দু’টি একে অপরের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জম্মু ও কাশ্মীরে সংগঠিত হামলার নিন্দায় আমরা অত্যন্ত স্পষ্ট ছিলাম। ওই হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। পাকিস্তান ও ভারতের মধ্যে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ, অর্থপূর্ণ ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে সমাধান করা যেতে পারে এবং করা উচিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img