যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “যুদ্ধের শেষ দিনগুলোতে ইরান ইসরাইলকে অনেক মার দিয়েছে।” তিনি জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং বহু ভবন ধ্বংস হয়েছে।
বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের দি হেগে ন্যাটো সম্মেলনের ফাঁকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ইরানি পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির বিষয়ে যেসব মিডিয়া রিপোর্ট প্রকাশ করছে, সেগুলো আমি প্রত্যাখ্যান করছি।”
তিনি বলেন, “আমরা এফবিআইয়ের সঙ্গে যৌথভাবে গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনা তদন্ত করছি। আমি নিশ্চিত, ফোরদুতে সবকিছু ধ্বংস হয়ে গেছে। সিএনএন, এমএসএনবিসি এবং নিউ ইয়র্ক টাইমস এমন মিডিয়া, যারা আমাদের সেনাবাহিনীর গৌরবজনক সাফল্যকে ছোট করার চেষ্টা করছে। এরা ভালো মানুষ নয়।”
ট্রাম্প বলেন, “যদি ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে, তাহলে আমরা সামরিক পদক্ষেপ নিয়ে তা বন্ধ করব।”
তিনি জানান, “ইরান ও ইসরাইলের মধ্যে অস্ত্রবিরতি এখন পর্যন্ত ঠিকভাবে কার্যকর রয়েছে। আমার নির্দেশে ইসরাইলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমা থেকে ফিরে গেছে। গাজ্জা সম্পর্কেও উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে।”
সূত্র : ডেইলি জঙ্গ ও টাইমস অফ ইসরাইল