বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ইসরাইলি হামলায় আহত ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার মারা গিয়েছেন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাম্প্রতিক হামলায় আহত ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ড সেন্টারের (আইআরজিসিসি) প্রধান আলি শাদমানি মারা গিয়েছেন।

বুধবার (২৫ জুন) আল জাজিরার খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, ইসরাইলের হামলায় আহত ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ড সেন্টারের প্রধান আলি শাদমানি মারা গিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, আইআরজিসিসি শাদমানি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী গত ১৭ জুন দেশটির যুদ্ধ পরিচালনা বিভাগের প্রধানকে হত্যার দাবী করেছিলো। কিন্তু ইরান এক বিবৃতিতে জানায় তিনি বেঁচে আছেন। তবে গুরুতর আহত হয়েছেন। তাকে সারিয়ে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, ইসরাইল এক বিবৃতিতে জানিয়েছিলো যে, ইরানের যুদ্ধকালীন চিফ অফ স্টাফ ও সর্বোচ্চ সামরিক কমান্ডার আলি শাদমানি তাদের লক্ষ্যবস্তু তালিকার শীর্ষে রয়েছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img