বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনীদের সাথে বন্দী বিনিময় করতে চায় ইসরাইল: হামাস

ফিলিস্তিনি সংগঠনগুলোর সাথে বন্দী বিনিময় চুক্তি সম্পাদন করতে চায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ চুক্তি সম্পাদনে চারটি দেশর মধ্যস্থতা চেয়েছে তেল আবিব। দেশগুলো হলো জার্মানি, মিশর, তুরস্ক ও কাতার।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আল-আকসা টিভিকে দেওয়া সাক্ষাতকারে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সহকারী প্রধান সালেহ আল-আওরি এ তথ্য জানান।

তিনি বলেন, ইসরাইল চায় বন্দী বিনিময় চুক্তিতে তুরস্ক, জার্মানি, মিসর ও কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। কিন্তু আমরা দখলদারদের (ইসরাইল) কোনো বাড়তি সুবিধা দিব না।

তিনি বলেন, এ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের একটি ধারণা দেওয়া হবে। এমন একটি চুক্তির মাধ্যমেই কেবল ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পেতে পারে। বিশেষ করে যে সকল ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির জন্য এমন একটি চুক্তি দরকার।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে যে ছয় ফিলিস্তিনি বন্দী মুক্ত জীবনের সন্ধানে পালিয়েছিল তাদের বিষয়ে সালেহ আল-আওরি বলেন, এ ফিলিস্তিনি বন্দীদের পলায়নের ঘটনা ইসরাইলের ইহুদিদের মারাত্মকভাবে প্রভাবিত করেছিল। এ ছয় ফিলিস্তিনি ইসরাইলি কর্তৃপক্ষের মুখে চপেটাঘাত করেছিল। এছাড়া ওই কারাবন্দীরা যেন ফিলিস্তিনিদের বলছিল যে তারাও কারাবন্দী এবং তাদের উচিৎ নিজেদের মুক্ত করা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img