শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বই উৎসব না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এখনো করোনার যে পরিস্থিতি এবং তার ওপর ওমিক্রনের যে আশঙ্কা আছে তাতে পাশ্চাত্য দেশগুলোতে এখনি করোনার প্রকোপ বাড়লেও আমাদের দেশে মার্চ মাসে বাড়ে। তাই আগামী মার্চের আগে নতুন কোনো পদক্ষেপ বা কারিকুলাম দেওয়ার বিষয়ে আমরা কিছু বলতে পারছি না।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরে নিজ বাসভবনে শীতার্তদের জন্য জনপ্রতিনিধির হাতে কম্বল হস্তান্তর শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, মার্চ মাস পর্যন্ত আমরা অপেক্ষা করবো। পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনা করে তখন ক্লাস সংখ্যা আরও বাড়ানো বা রেমিডিয়েল ক্লাস বাড়ানোর বিষয়ে চিন্তা করবো।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা কোথায় কতটুকু পিছিয়ে আছে সে তথ্যগুলো যাচাই-বাছাই হচ্ছে এবং বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই নতুন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। বছরের প্রথম দিন থেকেই প্রতিটি বিদ্যালয় তাদের নিজস্ব সিডিউল নির্ধারণ করবেন কবে কোনদিন কোন ক্লাসের বই বিতরণ করবে। সেই অনুযায়ী তারা বইগুলো শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করবে।
তিনি বলেন, বইয়ের প্রিন্টিংজনিত বা যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেগুলো শুধরে নেওয়ার ব্যবস্থা করা হবে।