মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী এক বছরের বেশি সময়ে প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজ্জা এবং পশ্চিমতীরে ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৮২০ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

ইসরাইলি বাহিনীর হামলায় আহত হয়েছে আরও ২১ হাজার ৩৫১ শিক্ষার্থী। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, পশ্চিমতীরে ১১৯ শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৬৪৯ জন।

রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত এসব হামলা ঘটে। গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। নিউজ আল জাজিরা।

অন্যদিকে গাজ্জা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন আরও ৫৮ জন ও আহত হয়েছেন আরও ৮৪ জন।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ