বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানালো জমিয়ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী যৌথ বিবৃতিতে বলেন এ শুভেচ্ছ জানানো হয়।

বিবৃতিতে জমিয়ত নেতারা বলেন, “তারেক রহমান একজন প্রজ্ঞাবান, বলিষ্ঠ ও যুগোপযোগী রাজনৈতিক নেতা। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় মূল্যবোধ এবং জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর সাহসী অবস্থান ও বলিষ্ঠ নেতৃত্ব দেশের রাজনৈতিক অঙ্গনে আশার প্রতীক হয়ে উঠেছে।”

তারা আরও বলেন, “জাতি আজ একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়। আমরা বিশ্বাস করি, জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন দেশে একটি নতুন রাজনৈতিক গতি সঞ্চার করবে এবং একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জমিয়তে উলামায়ে ইসলাম তার নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, ইসলামপ্রিয় ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img