শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক; সব দাবি-দাওয়া বাস্তবায়ন করবো: শিক্ষামন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করবো। তারা অনশন ভেঙেছেন, এজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি।

বুধবার (২৬ জানুয়ারি) রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে শাবিপ্রবি ইস্যু নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার সবাই একপক্ষ। এখানে দুইপক্ষ বলে কিছু নেই। আন্দোলনে থাকা শিক্ষার্থীরা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। তারা একটু গুছিয়ে উঠুক। তারা চাইলে কিছুদিন পর আমরা সেখানে যেতে পারি। শিক্ষার্থীরা চাইলে আমরা যে কোনো সময় তাদের সঙ্গে বসবো।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img