সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ এর অংশ হিসেবে অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারকে জাতীয় সংগীতের নতুন সংস্করণ তৈরির দায়িত্ব দিলো সৌদি আরব।
সম্প্রতি দেশটির বিনোদন বিভাগের চেয়ারম্যান তুর্কি আলে শায়েখ এক এক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভিন্ন বাদ্যযন্ত্রের মূর্ছনায় জাতীয় সংগীতের নতুন সংস্করণ তৈরি সহ বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগ ও প্রকল্প নিয়ে জিমারের সাথে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি শীগ্রই এসব উদ্যোগ ও প্রকল্পের বাস্তবায়ন আমরা দেখতে পাবো।
এছাড়াও বলেন, জিমারের সাথে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে প্রকল্পে কাজ করার বিষয়ে বিস্তৃত রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে এবং দু’পক্ষই এতে ঐক্যমতে পৌঁছেছে। জিমার শীগ্রই এসব প্রকল্পে কাজের জন্য আমাদের সাথে চুক্তিবদ্ধ হবেন বলে আমরা আশাবাদী।
অপরদিকে অস্কারজয়ী জার্মান সুরকার হ্যান্স জিমারও জানান, সৌদির সাথে একত্রে কাজ করতে তিনি মুখিয়ে আছেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, অস্কারজয়ী এই সংগীত সুরকার সৌদি জাতীয় সংগীত আশ আল মালিক ছাড়াও আসন্ন চলচিত্র দা ব্যাটল অফ ইয়ারমুকের সাউন্ড-ট্র্যাক এবং এরাবিয়া এ ভেরি লার্জ কনসার্ট তৈরিতেও সৌদি আরবের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন।
সৌদি জাতীয় সংগীত আশ আল মালিকের প্রকৃত সুরকার ছিলেন আরবের জনপ্রিয় সুরকার মিশরের আব্দুর রহমান আল খতিব। মূলত বিন সালমানের ভিশন-২০৩০ এর অংশ হিসেবে বিভিন্ন খাতে ব্যাপক উদ্যোগ ও প্রকল্প হাতে নিচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি বিশিষ্ট রাষ্ট্রটি। যার অধিকাংশই দেশটির বিশিষ্ট ইসলামিক স্কলারদের দ্বারা প্রত্যাখাত হয়েছে। প্রতিবাদ জানানোয় তাদের বহু বছর কারারুদ্ধও করে রেখেছে বিন সালমানের প্রশাসন।
উল্লেখ্য, তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে ভিশন-২০৩০ হাতে নেয় বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সৌদি অর্থনীতিতে বিদেশীদের আকৃষ্ট করতে পর্যটন ও বিনোদনের ব্যবস্থাও করে দেশটি।
বিনোদনের অংশ হিসেবে অত্যাধুনিক সিনেমা কমপ্লেক্স, ফর্মুলা-১ রেসিং, ফুটবল স্টেডিয়াম স্থাপন ও রেকর্ড পরিমাণ বেতন ও ট্রান্সফার ফিতে ক্লাবগুলোতে রোনালদো নেইমারের মতো বিশ্ব তারকাদের নিয়ে আসা সহ আন্তর্জাতিক ফ্যাশন শো, ফিল্ম ফেস্টিভ্যাল ও কনসার্টেরও আয়োজন করে। যেখানে অর্ধ নগ্ন পোশাকে বিশ্বব্যাপী জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, সংগীত শিল্পী ও টপ মডেলদের আগমন ঘটে।
সূত্র: মুসলিম মিরর