বুধবার, মার্চ ১২, ২০২৫

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীদের সমন্বয়ে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে নতুন ছাত্র সংসদ আত্মপ্রকাশ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হিসেবে জাহিদ আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। এছাড়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিফাত রশীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং মুখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মোদাসসীর চৌধুরী দায়িত্ব পেয়েছেন। এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের এবং সদস্য সচিব হিসেবে মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বে কোটাবিরোধী আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। নতুন সংগঠনটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করবে এবং ছাত্র রাজনীতি চালু করার ঘোষণা দিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img