শনিবার | ১২ জুলাই | ২০২৫

নতুন এই বাস্তবতা তিক্ত, কিন্তু আমাদেরকে তাদের সম্পৃক্ত থাকতে হবে: তালেবান ইস্যুতে মের্কেল

spot_imgspot_img

গত ১৫ আগস্ট বিনা রক্তপাতে কাবুল জয়ের মাধ্যমে পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। শাসন ক্ষমতা নিয়ন্ত্রণের পরপরই মার্কিন মদদপুষ্ট সাবেক আশরাফ গনি সরকারের কর্মকর্তাদেরসহ পুরো আফগান জনগণ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংগঠনটি।

তালেবানের আফগানিস্তানের ক্ষমতা গ্রহণকে তিক্ত বাস্তবতা বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

তিনি বলেন, নতুন এই বাস্তবতা তিক্ত, কিন্তু আমাদেরকে অবশ্যই এর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।

গত বুধবার (২৫ আগস্ট) জার্মান পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

মের্কেল বলেন, গত ২০ বছরের ‘অর্জনের সুরক্ষার’ জন্যই তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে। তবে তালেবানকে কোনো শর্তবিহীন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না।

আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর দাবি করেন, গত ২০ বছরে আফগানিস্তানে অনেক উন্নয়ন হয়েছে ন্যাটোর নেতৃত্বে। সেসব অব্যাহত রাখতে হবে। কারণ সেসব উন্নয়ন আমাদের অর্জন। এখন আফগানিস্তানের ৭০ শতাংশ মানুষ নিরাপদ পানি পান করতে পারছে। এক যুগ আগে যা ছিলো ২০ শতাংশ। এসব প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে যদি তালেবানের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যায়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img