শনিবার | ১২ জুলাই | ২০২৫

সহযোগীদের আফগান থেকে উগান্ডায় পাঠাল আমেরিকা

spot_imgspot_img

কাবুল জয়ের মধ্য দিয়ে আফগানিস্তানের শাসন ক্ষমতা তালেবানের নিয়ন্ত্রণে আসার পর দেশত্যাগ করছে মার্কিন সহযোগী আফগানরা। এই সহযোগীদের একটি অংশকে মিত্র আমেরিকা উগান্ডায় পাঠিয়েছে বলে খবর এসেছে।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, মার্কিন সহযোগী ওই আফগানদের উগান্ডায় সাময়িকভাবে শরণার্থী হিসেবে রাখা হবে।

দেশটির সরকার ও কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছে, উগান্ডা প্রজাতন্ত্র আফগানিস্তান থেকে আসা ৫১ জনকে গ্রহণ করেছে, যারা বেসরকারি ভাড়া করা বিমানে এনতিব্বি আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল।

একটি বিবৃতিতে উগান্ডা সরকার বলেছে, আমেরিকা সরকারের অনুরোধে ‘ঝুঁকিতে থাকা’ আফগানদের সাময়িকভাবে উগান্ডা আশ্রয় দিচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img