রবিবার | ২৪ আগস্ট | ২০২৫

বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক

তুরস্ক সরকার এবং ব্যবসায়ীরা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানকে উদীয়মান রফতানি বাজার হিসেবে চিহ্নিত করেছেন। দেশটির বাণিজ্য বিষয়ক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘তুর্কি ব্যবসায়ী ও পণ্যের জন্য এই তিন দেশ এখন সবচেয়ে আশাব্যঞ্জক বাজার।’

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্কিত একজন তুর্কি কূটনীতিক বলেছেন যে তিনটি এশীয় দেশের সাথে তুরস্কের “মসৃণ, বন্ধুত্বপূর্ণ, সমস্যা-মুক্ত রাজনৈতিক সম্পর্ক রয়েছে”। তার দাবি এই তিন দেশই তুর্কি সংস্থাগুলিকে রফতানি চুক্তির প্রতিশ্রুতি দিয়েছে।

তুরস্কের বিনিয়োগ বোর্ড ও পণ্য সামগ্রী এক্সিবিসন কমিটির চেয়ারম্যান হাকান কুর্ট পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানকে তুর্কি প্রতিরক্ষা এবং মহাকাশ শিল্পের “হট মার্কেট” হিসাবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, এক দশক আগেও আমাদের প্রতিরক্ষা পণ্য সামগ্রী উৎপাদনে যে সমস্যা ছিল তা কাটিয়ে উঠেছি। তাতে এখন বলা যায় আমাদের পণ্যের বিক্রয়যোগ্য প্ল্যাটফর্মের অভাব আর নেই।

কুর্ট আশা করেন আগামী ১০ বছরে এই তিন দেশে ৫ বিলিয়ন ডলার সমমানের তুরস্কের তৈরি প্রতিরক্ষা পণ্য এবং মহাকাশ সম্পর্কিত পণ্য রফতানি করতে পারবে।

তবে আঙ্কারার এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এশিয়া এই বাজারগুলি সম্পর্কে সতর্কতার পরামর্শ দিয়েছেন। তিনি জানান “এই দেশগুলির হার্ডওয়্যার প্রয়োজন। তুরস্কের সাথে তাদের ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তবে তাদের বিভিন্ন সমস্যার কারণে নগদে পণ্য কেনার অবস্থায় অনেক সময় তারা থাকে না। আবার অনেক সময় তুরস্কের তৈরি পণ্যের ক্ষেত্রে অন্য দেশের লাইসেন্স চুক্তি থাকে তাতে পণ্য বিক্রি করতে সমস্যার সৃষ্টি হয়’।

উদাহরণ হিসেবে তিনি জানান, ২০১৮ সালে তুরস্ক এরোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) পাকিস্তানের কাছে ৩০ টি ওয়ান টুয়েন্টি নাইন এটাক হেলিকপ্টার বিক্রি করার জন্য দেড় বিলিয়ন ডলারের চুক্তি করে। তবে চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের রফতানির লাইসেন্স চুক্তি সুরক্ষিত করতে ব্যর্থ হওয়ায় তা আর সম্ভব হয়নি।

এ ক্ষেত্রে তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানাচ্ছেন, দেশটি সম্পূর্ণ নিজেদের তৈরি নৌযান, টহল নৌকা, অত্যাধুনিক সমরাস্ত্র, ড্রোন এবং সাজোঁয়া যান পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানকে অনায়াসেই বিক্রি করতে পারে। তাতে কোন ধরনের সমস্যা তারা দেখছেন না।

তারা আরও জানাচ্ছেন এতে করে এই মুসলিম দেশগুলো যে কোন আন্তর্জাতিক ইস্যুতে তুরস্কের পাশেই থাকবে। বিনিময়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও সবল করে নিতে পারবে বলে অভিমত দিয়েছেন দেশটির আন্তর্জাতিক ও সামরিক বিশেষজ্ঞরা।

ডিফেন্স নিউজ ডট কম থেকে ভাষান্তর করেছেন শাশ্বত সত্য

সময় নিউজ টিভি

Hot this week

ড. মুহাম্মাদ আল খুদরীসহ অন্যান্য ফিলিস্তিনিদের মুক্তি দিতে সৌদিকে হামাসের আহ্বান

ইনসাফ | নাহিয়ান হাসানসৌদির কারাগারে বন্দী ফিলিস্তিনিদের...

আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়েছিলেন যিনি

আওয়ামী লীগ আজ ৭৪ বছর পূর্ণ করল। পুরান ঢাকার...

কাতার বিশ্বকাপ উপলক্ষে এখন পর্যন্ত ৫৫৮ জনের ইসলাম গ্রহণ

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ধর্ম প্রচারণা কর্মসূচি শুরু এক...

ড. কামালকে ইমাম মেনে বিএনপির চিন্তা-ভাবনা ধূলিসাৎ হয়ে গেছে : মোশাররফ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,...

তালেবানের বোমা হামলায় আফগান সরকারের ৩ সেনা নিহত; আহত ১২

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে একটি গাড়িবোমা হামলায় মার্কিন মদদপুষ্ট...

গাজ্জায় বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জায় বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী...

জনগণের একমাত্র মুখপাত্র জাতীয় পার্টি: জিএম কাদের

জাতীয় পার্টি দেশের জনগণের একমাত্র মুখপাত্র বলে দাবি করেছেন...

তালেবানকে বাদ দিয়ে আফগান বিষয় সংলাপের আয়োজন পাকিস্তানে; শেষমেশ স্থগিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য কথিত আফগান সংলাপ...

পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে...

শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন: মির্জা ফখরুলকে এবি পার্টির সাধারণ সম্পাদক

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি মহাসচিব...

পাকিস্তানের সঙ্গে নাস্তানাবুদের পর নিজেরাই যুদ্ধবিমানের ইঞ্জিন বানাবে ভারত

দেশীয় প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে ভারত প্রথমবারের...

জনগণ কি জানে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছু রাজনৈতিক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img