শনিবার | ২৭ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ প্রশংসনীয়: শাহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, গাজ্জায় যুদ্ধ বন্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ প্রশংসনীয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে গোপন বৈঠকের পরে এই কথা বলেন তিনি।

ট্রাম্পকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানিয়ে শাহবাজ শরিফ বলেন, এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় একটি “বড় বিপর্যয়” এড়ানো গেছে।

পাক প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে শাহবাজ শরিফ ট্রাম্পকে “শান্তির মানুষ” আখ্যায়িত করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান সংঘাত নিরসনে ট্রাম্প আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে “মহান নেতা” হিসেবে অভিহিত করে বলেন, “আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শালকে স্বাগত জানাতে যাচ্ছি।

বৈঠকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনন ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শরিফ। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতাও আলোচনার প্রধান বিষয় ছিল। এ সময় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী ভূমিকায় ট্রাম্পের প্রকাশ্য সমর্থনকে স্বাগত জানিয়ে শাহবাজ শরিফ নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকের শেষ দিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img