টানা দাবদাহের পর হঠাৎ কালবৈশাখি ঝড় ও বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়।
দিনভর তীব্র গরমের পর বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনেছে। তবে বেকায়দায় পড়তে হয়েছে অফিসফেরত মানুষকে।
জানা গেছে, রাজধানীর মিরপুর, ধানমণ্ডি, গুলশান, নিউমার্কেট, পল্টন, গুলিস্তান, সচিবালয়, প্রেস ক্লাব, মতিঝিল, মোহাম্মদপুর, ঢাকা মেডিকেল কলেজ, বকশীবাজার, সায়দাবাদ, কাজলা, শনিরআখড়াসহ বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির নামার আগে এসব এলাকার আকাশ ঘোর অন্ধকার হয়ে যায়। তারপর বইতে থাকে ঝোড়ো বাতাস। এর কিছুক্ষণ পর কোথাও কোথাও অঝোর ধারায়, আবার কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়।









