সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

পহেলগাঁও হামলা মোদির ষড়যন্ত্র; বলতেই গ্রেফতার মুসলিম বিধায়ক

spot_imgspot_img

“পহেলগাঁও হামলা ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ষড়যন্ত্র। নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিরীহ পর্যটকদের হত্যা করেছেন তিনি।” এমন বক্তব্য দেওয়ার জন্য ভারতের আসাম রাজ্যের একজন মুসলিম বিধায়ককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৩ এপ্রিল এক রাজনৈতিক র্যালিতে অংশগ্রহণের পর আমিনুল ইসলাম নামে এই বিধায়ক বলেন, এই ঘটনার সাথে ২০১৯ সালের পুলওয়ামা হামলার একটি যোগসূত্র রয়েছে। ভারতের মানুষ এখনো জানতেই পারেনি হামলার স্থানে ৩০০ কেজি আরডিএক্স কিভাবে আসলো। এই ঘটনা মোদি সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।

একই ধরনের ঘটনায় আরও ৭ জন মুসলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের অপরাধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার পেছনে মোদির হাত রয়েছে বলে পোস্ট করা।

উল্লেখ্য, পহেলগাঁও হামলার দায় অস্বীকার করেছে কাশ্মীরের প্রতিরোধ গোষ্ঠী ‘দি রেজিস্ট্যান্স ফ্রন্ট।’

সূত্র: এনডিটিভি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img